সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রামগড়ে পুলিশ সুপারের উদ্যোগে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি

রামগড়ে পুলিশ সুপারের উদ্যোগে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ 

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের মধ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের উদ্যোগে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ করা হয়েছে। 

গত বৃহস্পতিবার রামগড় থানা প্রাঙ্গণের সামনে জেলা পুলিশের আয়োজনে ঈদ উপহারগুলো বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

রামগড় থানার ইন্সপেক্টর তদন্ত মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম, তৃতীয় লিঙ্গের সদস্য তিশা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে, খাগড়ছড়ি পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পুলিশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের  বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রামগড় থানা এলাকার ৩০ জন অসহায়-হতদরিদ্র ও তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মধ্যে ইফতার ও ঈদবস্ত্র হাতে তুলেদিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

এসময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো, জসীম উদ্দিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ, রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) মো. মনির হোসেনসহ পুলিশের পদস্থ কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ